করোনা আক্রান্ত কবি জয় গোস্বামী, ভর্তি হাসপাতালে
করোনা ছাড়ছে না কাউকেই। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ তার কয়েকদিন করে প্রয়াত হন শঙ্খজায়া প্রতিমা ঘোষ। এবার করোনা আক্রান্ত কবি জয় গোস্বামী। বাংলা সাহিত্য জগত চিন্তিত।
জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হওয়ার পর বেলেঘাটা আইডি -তে ভর্তি করা হয়েছে কবিকে। পরিবার সূত্রে খবর, রবিবার জ্বর আসে কবির। করোনা উপসর্গ দেখা দেয়। এরপর করোনা পরীক্ষা করিয়ে রাতে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়। তার স্ত্রী ও মেয়েকেও করোনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে চিকিৎসক।
আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি জয় গোস্বামীর ১৩ বছর বয়স থেকে কবিতা লেখালেখি করতেন। ১৯ বছর বয়সে তার প্রথম কবিতা ছাপা হয়। ৩৮ বছর বয়সে প্রথম কবিতার বই বের হয়। ‘বেণীমাধব’খ্যাত এই কবি দুবার আনন্দ পুরস্কারে ভূষিত। কবিতার পাশাপাশি কয়েকটি উপন্যাসও লিখেছেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊