অনুষ্ঠিত হচ্ছে ৬৯ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা
মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড এই প্রতিযোগিতা দুটিকে নিয়ে অনেকের মধ্যে মিশ্র ধারণা রয়েছে। তারা ভাবেন এই প্রতিযোগিতা দুটো একই। কিন্তু না। দুটো প্রতিযোগিতার বাংলা অর্থ 'বিশ্বসুন্দরী' হলেও প্রতিযোগিতা দুটো ভিন্ন ভিন্ন। দুটো প্রতিযোগিতা আয়োজন করে ভিন্ন ভিন্ন দুটি দেশের ভিন্ন ভিন্ন দুটি বেসরকারি প্রতিষ্ঠান। আসুন জেনে নেই মিস ইউনিভার্সের ইতিহাস।
মার্কিন যুক্তরাষ্ট্রে সুন্দরী প্রতিযোগিতা শুরু হয় ১৮৫৪ সালে। কিন্তু সে সময়ের সরকারের রক্ষণশীল মনোভাবের কারণে তখন খুব বেশি সুবিধা করতে পারে নি প্রতিযোগিতাটি। বাঁধার মুখে প্রতিযোগিতাটি একসময় বন্ধ করে দিতে বাধ্য হয় কতৃপক্ষ। এরপর প্রতিযোগিতাটির ধরন একটু পরিবর্তন করে 'ফটো সুন্দরী প্রতিযোগিতা' নামে নতুন এক প্রতিযোগিতা শুরু হয়।
এভাবে কিছুদিন চলার পর ১৯২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একেবারে খোলনলচে পাল্টে গিয়ে আধুনিক সুন্দরী প্রতিযোগিতার শুরু হয়। তবে প্রথম দিকে জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয় প্রতিযোগিতাটি। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত সুন্দরী নারী নির্বাচন করার জন্য প্রতিযোগিতার আরম্ভ হয়।
এরপর আয়োজকরা বর্তমান 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতার মতো করে সংক্ষিপ্ত ভাবে একটি প্রতিযোগিতার আয়োজন করে ১৯৫১ সালে। এবারও রক্ষণশীল সমাজের বাঁধা। এই প্রতিযোগিতায় যিনি বিজয়ী হন, রক্ষণশীল সমাজ তাকে প্রত্যাখান করেন। তাই বলে থেমে থাকে নি সুন্দরী প্রতিযোগিতার পথচলা।
এরপর ১৯৫২ সালে আয়োজন করা হয় 'মিস ইউনিভার্স' ও 'মিস ইউএসএ' প্রতিযোগিতার। ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত প্রথম 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতার সেরা সুন্দরীর মুকুট জয় করেন ফিনল্যান্ডের 'আরসি কুন্সিলা'।
১৯৫৫ সালে এসে 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতাটি টেলিভিশনে প্রচার করা শুরু হয়। ১৯৫২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত 'প্যাসিফিক মিলস' নামে ক্যালিফোর্নিয়ার একটি ক্লথিং কোম্পানি এই প্রতিযোগিতা পরিচালনা করতো।
১৯৯৬ সাল থেকে 'ডোনাল্ড ট্রাম্প' নামে একটি প্রতিষ্ঠান এই সুন্দরী প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব গ্রহণ করে। ২০০১ সাল পর্যন্ত তারা এই প্রতিযোগিতা পরিচালনা করে। বর্তমানে 'মিস ইউনিভার্স অর্গানাইজেশন' এই প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে। প্রথমদিকে এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ১৯৭১ সালের পর বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হয় এই প্রতিযোগিতাটি।
তবে যে কেউ চাইলেই ব্যক্তিগতভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না। নিজ দেশে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীরাই শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। প্রতিবছর 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতাটি আরম্ভ হওয়ার আগে বিভিন্ন দেশের কাছে নির্বাচিত সুন্দরীর তালিকা চাওয়া হয়।
এবছর ৭৪ টি দেশ, ৭৪ জন সুন্দরী- অনুষ্ঠিত হচ্ছে ৬৯ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। প্রতিযগিতাটি হচ্ছে যুক্তরাষ্ট্রে।
সংবাদটি সংবাদ একলব্য সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊