Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News: নারদকাণ্ডে রাজ্যের পরিবহন এবং আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিমকে 'গ্রেফতার' করল CBI

Breaking News:  নারদকাণ্ডে রাজ্যের পরিবহন এবং আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিমকে 'গ্রেফতার' করল CBI 





এবার নারদকাণ্ডে রাজ্যের পরিবহন এবং আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিমকে 'গ্রেফতার' করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। যদিও ফিরহাদ দাবি করেছেন, আগাম কোনও নোটিশ দেওয়া হয়নি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছেন ফিরহাদ।


সোমবার সকালে চেতলায় ফিরহাদের বাড়িতে অভিযান চালান সিবিআই আধিকারিকরা। বাড়ির চারপাশ ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভিতরেও চলে যান তাঁরা। কিন্তু ঠিক কী কারণে ফিরহাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে, তা স্পষ্ট হয়নি। কিছুক্ষণ পর বাহিনীর ঘেরাটোপে বাড়ি থেকে বেরিয়ে এসে ফিরহাদ বলেন, ‘নারদ মামলায় আমায় গ্রেফতার করা হল।’


সূত্রের খবর, নারদ কাণ্ডে আরও তিন অভিযুক্ত সুব্রত মুখার্জী, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁদেরও ইতিমধ্যে সিবিআই দপ্তরে নিয়ে আসা হয়েছে।


কিছুদিন আগেই নারদ মামলায় চার্জশিট গঠনের অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই মামলার সূত্রেই সিবিআই আধিকারিকদের এই হানা বলে অনুমান। যদিও সিবিআই-এর তরফে এখনো এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।


তবে ফিরহাদকে গ্রেপ্তার করা হয়েছে না জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোন খবর পাওয়া যায়নি। ফিরহাদ নিজে গ্রেপ্তারের কথা জানালেও CBI গোয়েন্দারা জানিয়েছে, ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে।


সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code