ফের রেকর্ড বৃদ্ধি পেট্রোল ও ডিজেলের দামের





পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মেটার পরেই দাম বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের। আর সেই দাম বেড়েই চলছে। একদিকে করোনার ভয়াল দাপট অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াস এই দুইয়ের মাঝে প্রায় এক দিন দুদিনেই বেড়েই চলছে জ্বালানির দাম।


আজ কলকাতায় ২২ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটারপ্রতি ৯৩ টাকা ৪৯ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৫ পয়সা ডিজেলের নতুন দাম হয়েছে ৮৭ টাকা ১৬ পয়সা।


গত ২৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু সহ পুদুচেরিতে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর একদিন পর ২৭ ফেব্রুয়ারি পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। এরপর ঠিক দুমাস পরে ফের বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম। স্থানীয় কর ও পরিবহণ খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে।


করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারা। তার ওপর পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা আরও বাড়ার সম্ভাবনা। করোনার মাঝে এই চিন্তায় প্রহর গুনছে সাধারন মানুষ।