হাসপাতালে ভর্তি করা হল ৯১ বছর বয়সি মিলখা সিং কে! 




কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং গত বুধবার করোনা পজিটিভ ধরা পড়ার পরেই চন্ডীগড়ে নিজের বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন।


এবার হাসপাতালে ভর্তি করা হল মিলখা সিংকে। তবে পুত্র জীব মিলখা সিং জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই মিলখাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁকে মোহালির ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল।



পুত্র জীব মিলখা সিং সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, “করোনা আক্রান্ত হওয়ার পরে শারীরিক সমস্ত প্যারামিটার ঠিক রয়েছে। তবে গতকাল থেকেই উনি প্রচন্ড দুর্বল হয়ে পড়ছিলেন। খাবার খাচ্ছিলেন না। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে উনি আপাতত রয়েছেন।”



এছাড়া তিনি জানিয়েছেন, “মানসিকভাবে উনি প্রচণ্ড কঠিন। তাই উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। নামি চিকিৎসকরা ওঁর যত্ন করছেন।” 




প্রসঙ্গত উল্লেখ্য,দুবাইয়ে এক গলফ টুর্নামেন্টে খেলতে ব্যস্ত ছিলেন জীব মিলখা সিং। তবে বাবার অসুস্থতার খবর পেয়ে শনিবারই দেশে ফেরেন তিনি।কমনওয়েলথ চ্যাম্পিয়ন এবং রোম অলিম্পিকে অংশগ্রহণ করা কিংবদন্তির এক কর্মচারী গত সপ্তাহের শুরুতেই কোভিডে আক্রান্ত হন।তারপরেই বুধবার থেকে আইসোলেশনে চলে গিয়েছিল সিং পরিবার।