ভ‍্যাকসিন নেওয়ার কতদিন পর করা যাবে রক্তদান? স্পষ্ট করলো কেন্দ্র





করোনার ভয়াল দাপট সারা দেশে। সংক্রমণ যেমন চলছে তেমন চলছে মৃত্যুও। কিন্তু করোনার জেরে তো বসে থাকতে পারে না অন্যান্য রোগ ব্যাধি। সেই রোগ ব্যাধির একাধিক ক্ষেত্রে জরুরী হয়ে পড়ে রক্ত। দিনের পর দিনের সেই রক্ত সঙ্কটের খবর শোনা যায়। রক্তের সেই অভাব মেটাতে অনেকেই রক্তদান করে থাকে। কিন্তু করোনার দাপটে রক্তদাতা পাওয়া মুশকিল। এমনকি করোনা থেকে সেড়ে ওঠার পর যারা রক্ত দানে ইচ্ছুক সেক্ষেত্রেও থেকে যাচ্ছিল একাধিক প্রশ্ন। ভ্যাকসিন নেওয়ার কতদিন পর রক্ত দেওয়া যাবে সেখানে একটা প্রশ্ন উঠছিল। তাঁর অবসান ঘটালো কেন্দ্র।



বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিল, ভ্যাকসিন নেওয়ার ১৪ দিন পর কোনও ব্যক্তি রক্তদান করতে পারবেন।পাশাপাশি যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের আরটি পিসিআর পরীক্ষায় নেগেটিভ আসার ১৪ দিন পর রক্তদান করতে পারবেন তাঁরা। রক্তদানের ক্ষেত্রে কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। করোনা সংক্রমণের রক্তদানের হার কমেছে ফলে রক্ত সঙ্কট দেখা দিলে তা অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন করবে ফলে পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রের এই নির্দেশিকা অত্যন্ত জরুরি ছিল।



স্বাস্থ্য মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে সদ্য মা হওয়া মহিলারাও টিকা নিতে পারবেন।তাঁদের কোভিড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না।তবে অন্তঃস্বত্ত্বা মহিলারা টিকা নিতে পারবেন কিনা, তা নিয়ে গবেষণা চলছে।কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ অন্য কোনও রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বা আইসিইউতে ভর্তি হন, তাঁরা সুস্থ হয়ে ওঠার পর যেন ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ৪ থেকে ৮ সপ্তাহ অপেক্ষা করেন।