করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য হাতের মুঠোয়, অ্যাপ আনলো রাজ্য COVID-19 West Bengal Government

করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য হাতের মুঠোয়, অ্যাপ আনলো রাজ্য



করোনার দাপটে কুপোকাত রাজ্য। দৈনিক সংক্রমণ যেমন বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে রাজ্য একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। করোনা মোকাবিলায় হাসপাতালে বেডের সংখ্যা কিংবা অক্সিজেনের ঘাটতি মেটানোয় জোর দিচ্ছে রাজ্য সরকার। এবার প্রয়োজনীয় সমস্ত পরিষেবার কথা সাধারণ মানুষকে অবগত করতে উদ্যোগ নিল প্রশাসন। চালু হল কোভিড অ্যাপ।



রাজ্যের করোনা সংক্রান্ত সব ধরনের খবর এবার আপনার হাতের মুঠোয় এবার পেয়ে যাবেন সমস্ত আপডেট অ্যাপেই। হাসপাতালের বেড সংখ্যা, অক্সিজেনের সরবরাহ, করোনা হলে কী ধরনের সতর্কতা নেওয়া উচিত, কি করতে হবে, কি না করতে হবে, মাস্ক কীভাবে পড়তে হবে ইত্যাদি নানা প্রয়োজনীয় তথ্য এতদিন ওয়েবসাইটে পেত রাজ্যবাসী এবার সেই সব তথ্যের পাশাপাশি আরও অনেক প্রয়োজনীয় তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে নয়া অ্যাপ আনল। টেলিমেডিসিন সংক্রান্ত চিকিৎসার সব তথ্য মিলবে এই অ্যাপে। গুগলের প্লে স্টোরে গিয়ে COVID-19 ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।



রোগ নির্ণয়ের জন্য কীভাবে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করা কতটা জরুরি, তার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত ইত্যাদি সব তথ্য, গাইডলাইন মিলবে েই অ্যাপে। মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করলেই করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন রাজ্যবাসী এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। COVID-19 West Bengal Government এই নামেই রয়েছে আপটি।

ডাউনলোড করতে ক্লিক করুন - COVID-19 West Bengal Government

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ