Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসুস্থ মদন ও শোভন, ভর্তি হাসপাতালে

অসুস্থ মদন ও শোভন, ভর্তি হাসপাতালে 






সোমবার নারদ কাণ্ডে গ্রেফতার হওয়া চার হেভিওয়েট নেতা মন্ত্রীকে নিম্ন আদালত জামিন দিলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। কলকাতা হাইকোর্ট সিবিআই-য়ের আর্জিকে মান‍্যতা দিয়ে বুধবার পর্যন্ত চার নেতাকেই জেল হেফাজতের নির্দেশ দেয়। খারিজ করে নিম্ন আদালতের জামিনের নির্দেশ ও রায়। 




রাতেই চারজনকে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি জেলে। সেখানে ভোররাতে অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ‍্যায়। ভোররাতে, পৌনে চারটের সময় মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু সুব্রত মুখোপাধ্যায় কোনও পরীক্ষা না করিয়ে জেলে ফিরে যান। অন‍্যদিকে শ্বাসকষ্টজনিত সমস‍্যা নিয়ে মদন ও শোভন দুজনকেই ভর্তি করা হয় হাসপাতালে। 




মদন মিত্র রয়েছেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে। শোভন চট্টোপাধ্যায় ১০৬ নম্বর কেবিনে রয়েছেন। এসএসকেএম সূত্রে জানা যাচ্ছে, মদন মিত্রের অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে অক্সিজেন দিতে হয়। শোভন চট্টোপাধ্যায়কেও শ্বাসকষ্টের কারণে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code