Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৮ বছরের নীচে মেয়ের বিয়ে দিলেই জেল! স্পস্ট বার্তা ফারাক্কা পুলিশের

১৮ বছরের নীচে মেয়ের বিয়ে দিলেই জেল! স্পস্ট বার্তা ফারাক্কা পুলিশের

Ladies


১৮ বছরের নীচে মেয়ের বিয়ে দিলেই জেল যেতে হবে বাবা মাকে। মুচলেকা দিয়েও কোনো রেহাই নয়। সোজা জেল। ফারাক্কার হাজী কলিমুদ্দিন ডাক্তার নেজামুদ্দিন মেমোরিয়াল হাইমাদ্রাসার উদ্যোগে সচেতনতা প্রোগ্রামে স্পস্ট বার্তা দেওয়া হলো ফারাক্কা থানার পুলিশের পক্ষ থেকে। বুধবার সমস্ত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহ, শিশুশ্রম ও সাইবার অপরাধ বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে ফারাক্কার হাজী কলিমুদ্দিন ডাক্তার নেজামুদ্দিন মেমোরিয়াল হাইমাদ্রাসা।


জঙ্গিপুর জেলা পুলিশের সহযোগিতায় এবং মাদ্রাসা কর্তৃপক্ষের যৌথ তৎপরতার এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র, সাব ইন্সপেক্টর এসআই শাহানা পারভীন, সমাজসেবী মাস্টার শহিদুল ইসলাম, মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাউদ্দিন শেখ, সমাজসেবী মোঃ রেফাত আলী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 


এদিনের এই সচেতনতা কর্মসূচি থেকে নাবালক নাবালিকা ছেলে মেয়েদের বিবাহ নিয়ে কঠোর বার্তা দেওয়া হয়। ছেলেদের ২১ বছরের নীচে এবং মেয়েদের ১৮ বছরের নীচে বিয়ে কোনোভাবেই দেওয়া যাবে না বলে বার্তা দেওয়ার পাশাপশি কম বয়সে বিয়ে দিলে পাত্র পাত্রীর বাবা মা এবং তাদের সহযোগীদের জেল যেতে হবে বলেও জানিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।পাশাপাশি গুড টাচ, ব্যাড টাচ, সাইবার ক্রাইম সোহ নানাবিধ বিষয় নিয়ে ছাত্র ছাত্রীদের বিশেষ সচেতনতা প্রদান করা হয়। 


মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অভিনব এই প্রোগ্রামে ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। কবিতা, দেশাত্মবোধক গান, এবং ছোট নাটিকার মাধ্যমেও ছাত্র-ছাত্রীদের সচেতনতার পাঠ দেন পুলিশের আধিকারিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code