২ কোটি পেরিয়ে গেল দেশের করোনা আক্রান্তের সংখ্যা
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। বেশ কয়েকদিন ধরে বেড়েই চলছে সংক্রমণ। তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আবার সুস্থ হয়েও উঠেছেন অনেকে। তবে দেশে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল কোটি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী,
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে।
মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ০২ লক্ষ ৮২ হাজার ৮৩৩।
দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জনের।
করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ৮৩৩ জন।
সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ১৭হাজার ৫০১ জন ।
করোনা আক্রান্ত হয়ে মৃত ৯৮ জন।
রাজ্যে একদিনে সুস্থ ১৫৯৩৭ জন।
রাজ্যে সুস্থতার হার ৮৫ দশমিক ০৬ শতাংশ।
স্বাভাবিক ভাবেই বাড়ছে উদ্বেগ। করোনা মোকাবিলায় আরও কড়াকড়ি রাজ্যে। এদিকে করোনার দাপট রুখতে টিকাকরণের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। টিকা পেয়েছেন ১৫ কোটি ৮৯ লক্ষেরও বেশি মানুষ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊