Latest News

6/recent/ticker-posts

Ad Code

অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য রামদেবের, সরব IMA

অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য রামদেবের, সরব IMA




নিজের ব্যবসার সুখ্যাতি অর্জনের লক্ষ্যে আলোপ্যাথি চিকিৎসা নিয়ে কুৎসা করতে দেখা গেল রামদেবকে। তাঁর বিতর্কিত মন্তব্যের জের উত্তাল আলোপ্যাথি মহল। বেজায় চটেছে দেশের অন্যতম বড় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে যোগগুরু রামদেবকে বলতে শোনা গিয়েছে,”অ্যালোপ্যাথি চিকিৎসা আসলে বোকামি। চিকিৎসার নামে তামাশা চলে। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে।” তাঁর দাবি, অ্যালোপ্যাথি ওষুধ ব্যর্থ হচ্ছে কারণ, ওই চিকিৎসাপদ্ধতিতে রোগের আসল কারণ অনুসন্ধানই করা হয় না।




এরপরেই রামদেবের বিরুদ্ধে সরব হয়েছে আইএমএ। ইতিমধ্যে যোগ গুরুর শাস্তির দাবিতে দেশের স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। নয়তো মহামারী আইনে ওঁর বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি তুলেছে আইএমএ। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে আইএমএ দাবি করেছে,”‘এরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে কিছু মানুষ বিদ্বেষমূলক সুযোগসন্ধানী মানসিকতা নিয়ে স্বাস্থ্যযোদ্ধাদের পিঠে ছুরি মারার চেষ্টা করছেন। তাঁরা স্বার্থপরের মতো ব্যবসার স্বার্থে অসাধু, নীতিবিরোধী, প্রতারণামূলক ও দেশপ্রেমহীন অসৎ কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। অ্যালোপ্যাথি ওষুধের বিরুদ্ধে কাদা ছোঁড়েন, আবার অসুস্থ হলেই ঘুরপথে অ্যালোপ্যাথি চিকিৎসা করাতে যান।”




যদিও রামদেবের সংস্থা বিতর্কিত এই মন্তব্যের সাফাই দিয়ে জানিয়েছে, একটা গোপন বৈঠকে স্বামীজি হোয়াটসঅ্যাপে আসা একটি মেসেজ সকলকে পড়ে শোনাচ্ছিলেন শুধু। তাঁর এই ভিডিও সম্পাদিত এবং ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। চিকিৎসা সংগঠনের দাবি, রামদেবের সংস্থা সবাইকে বোকা বানিয়ে অর্থ উপার্জনের পথ খুঁজছেন। বিভিন্ন পণ্যের বিষয়ে মিথ্যা প্রচার চালিয়ে মানুষজনকে বিভ্রান্ত করেন। রামদেবের বিরুদ্ধে মহামারী আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী মামলা করার দাবি তুলেছে আইএমএ। আর নয়তো রামদেবের কথা শুনে দেশের আধুনিক চিকিৎসা ব্যবস্থা বন্ধ কওরে দেওয়া হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code