Latest News

6/recent/ticker-posts

Ad Code

কৃষক সংগঠনের ডাকে দেশজুড়ে পালিত হবে 'কালা দিবস', কংগ্রেস-TMC সহ সমর্থন ১২টি দলের

কৃষক সংগঠনের ডাকে দেশজুড়ে পালিত হবে 'কালা দিবস', কংগ্রেস-TMC সহ সমর্থন ১২টি দলের 




কেন্দ্রের নয়া তিন কৃষি আইন বাতিলের দাবি আন্দোলনে সামিল কৃষক সংগঠন গুলির জোট সংযুক্ত কিষান মোর্চার ডাকে আগামী ২৬শে মে দেশজুড়ে পালিত হবে কালা দিবস।৪০টি কৃষক সংগঠনের এই জোটের ডাকা কর্মসূচিকে সমর্থন করেছে কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সহ বারোটি বিরোধী দল‌।




কেন্দ্রের নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লীর সীমান্তে অনবরত আন্দোলন করে চলছে দেশের কৃষক সমাজ কিন্তু কেন্দ্র সরকার একেবারেই এই তিন কৃষি আইন বাতিল করতে নারাজ। প্রত‍্যেকবারেই তিন কৃষি আইন বাতিলের দাবি খারিজ করেই চলছে সরকার। 




জানা যাচ্ছে, কিষান মোর্চার ডাকা এই কালা দিবসকে মমতা-সোনিয়া সহ ১২টি বিরোধী দল সমর্থন করেছে। চিঠি লিখে কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানানোর চিঠিতে সই করেছেন - সোনিয়া গান্ধী (কংগ্রেস), এইচডি দেবে গৌড়া (জেডি-এস), শারদ পাওয়ার (এনসিপি), মমতা বন্দ্যোপাধ্যায় (টিএমসি), উদ্ধব ঠাকরে (শিবসেনা), এমকে স্টালিন (ডিএমকে), হেমন্ত সোরেন (জেএমপি), ফারুক আবদুল্লাহ (জে কেপিএ) , অখিলেশ যাদব (এসপি), তেজস্বী যাদব (আরজেডি), ডি রাজা (সিপিআই) এবং সীতারাম ইয়েচুরি (সিপিআই-এম)।




২৬শে জানুয়ারীর পর কৃষক সংগঠনগুলির ডাকা বড় কর্মসূচি এটি। ২৬শে জানুয়ারি রাজধানীতে ট্রাক্টর মিছিলের ডাক দেয় কৃষক সংগঠন। সেই মিছিলকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয় রাজধানীতে। এই মিছিলে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছিলেন। লালকেল্লায় ঢুকে কৃষক সংগঠনের পতাকা তোলা হয়। পুলিশ- কৃষক খণ্ডযুদ্ধ দেখা যায়। এই ঘটনায় ১২৮জন গ্রেফতার হয়। যদিও সংযুক্ত কিষান মোর্চার দাবি, কৃষকদের শান্তিপূর্ণ মিছিলে সমাজবিরোধীরা ঢুকে এই ঘটনা ঘটিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code