Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছাগল চোর পাকড়াও ধুপগুড়িতে, গণধোলাই দিয়ে পাঠালো শ্রীঘরে

ছাগল চোর পাকড়াও ধুপগুড়িতে, গণধোলাই দিয়ে পাঠালো শ্রীঘরে 




ধূপগুড়ি,জয়ন্ত বর্মন : 


feed display
মঙ্গলবার দুপুরে ধূপগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকায় ছাগল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়েন এক ব্যক্তি।ক্ষিপ্ত জনতা বেধড়ক মারধোর করলো চুরি করতে আসা ব‍্যক্তিকে। 




স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির পাশে রাস্তার ধারেই বাঁধা ছিল ছাগলটি। ছাগলের দড়ি কেটে রীতিমতো প্রস্তুত ছাগল নিয়ে টোটো তে উঠাতে। তা দেখে ফেলেন স্থানীয় বেশ কয়েকজন জনতা। 



এরপরই ক্ষিপ্ত জনতা ওই ব্যক্তিকে পাকড়াও করেন ও মারধোর করেন।পুলিশ সূত্রে জানা গেছে, ছাগল চোর করতে আশা ব্যক্তির নাম হাসিরুল আলী। খলাইগ্রাম এলাকার বাসিন্দা।



পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল প্রাথমিক চিকিৎসা করিয়ে থানায় নিয়ে যায়।



স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এর আগেও ওই এলাকায় গত কয়েক মাসে ১২ থেকে ১৪ টি ছাগল চুরি গিয়েছে। তবে এ বিষয়ে ধূপগুড়ি থানায় ছাগলের মালিকরা লিখিত অভিযোগ করবে বলে জানিয়েছে।

ছাগল চোর পাকড়াও ধুপগুড়িতে, গণধোলাই দিয়ে পাঠালো শ্রীঘরে

Posted by Sangbad Ekalavya on Tuesday, May 11, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code