কোচবিহারের শীতলকুচি পরিদর্শনে আসছেন রাজ‍্যপাল 






রাজ‍্যে ভোট পরবর্তী হিংসার খবর উঠে এসেছে বারেবারে। কোচবিহারের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত জায়গাগুলি পরিদর্শন করবেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। উল্লেখযোগ‍্য ভাবে, ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারানো কোচবিহারের শীতলকুচি বিধানসভাও পরিদর্শন করবেন রাজ‍্যপাল। আগামী ১৩ই মে আসছেন তিনি। 




এদিন টুইট করে নিজেই সেখবর জানান রাজ‍্যের রাজ‍্যপাল জগদীপ ধনকড়। বিএসএফ-র কপ্টারে চড়েই পরিদর্শনে যাবেন তিনি। ট্যুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়েছেন, 'বিএসএফের কপ্টারে ১৩ মে শীতলকুচি যাব। শীতলকুচি সহ কোচবিহারের যে সমস্ত জায়গায় ভোট পরবর্তী হিংসা ঘটেছে সেই সমস্ত এলাকা পরিদর্শন করে দেখব।'




রাজ‍্য বিধানসভার নির্বাচনের চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচির জোড়পাটকীতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান চারজন। এরপরেই উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। ইতিমধ‍্যে, এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি। ছয় কেন্দ্রীয় বাহিনীকে তলব করেছে সিআইডি। 




এদিকে ভোট পরবর্তী হিংসায় প্রকাশ‍্যে সংঘাতে জড়িয়েছে রাজ‍্য-রাজ‍্যপাল। এরপর, এবার পরিস্থিতি পরিদর্শনে সরজমিনে রাজ‍্যপাল।