মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল নাকি করোনা নিয়ন্ত্রণে এলেই হবে? জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
১লা জুন থেকে মাধ্যমিক ও ১৫ই জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের জেরে আপাতত স্থগিত হয়ে গেছে পরীক্ষা। রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান জুন মাসে কোনও পরীক্ষা হচ্ছে না এরপরেই মাধ্যমিক বোর্ড ও উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা না হওয়ার কথা ঘোষণা করা হয়। জানানো হয় পরবর্তী সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
করোনায় বিপর্যস্ত দেশ। রাজ্যে জাঁকিয়ে বসেছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতি চলতে থাকলে কবে পরীক্ষা হবে এনিয়ে চলছে গুঞ্জন। পাশাপাশি অনেকেরই প্রশ্ন আদৌ কি পরীক্ষা নেওয়া হবে সম্ভব হবে?/ একদিকে ঊর্ধ্বমুখী সংক্রমণ অন্যদিকে সেশন পেড়িয়ে চলছেই। পরীক্ষা যতই পিছোবে ততই পরবর্তী শ্রেণির পঠন পাঠনে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। এদিকে আজ করোনা জয় করে অফিসে ফিরেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজকেই শিক্ষা মন্ত্রকের দায়িত্ব বুঝে নিয়ে দায়িত্ব নিয়েই তিনি এদিন বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বাতিল করা হচ্ছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। করোনা নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের দিন ঘোষণা করা হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে।
কবে হবে পরীক্ষা? কবে কমবে করোনা সংক্রমণ? হলেও কীভাবে হবে পরীক্ষা এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, পর্ষদ ও সংসদ বেশ কিছু প্রস্তাব দিয়েছে সরকারকে। এদিকে স্কুল গুলোকে সেফ হোম করা হয়েছে। ফলে কবে পরীক্ষা হবে তৈরি হয়েছে ধোঁয়াশা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বেশির ভাগ প্রশ্নই যেহেতু অতিসংক্ষিপ্ত ফলে বাড়িতে পরীক্ষার ভাবনা প্রশ্নের মুখে। সম্ভব নয় প্রায় ২০ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা অনলাইনে নেওয়া। এই পরিস্থিতিতে সরকার এখন তাকিয়ে ভাইরাসের দাপট কমার দিকে। দাপট কমলেই পরীক্ষা হতে পারে বলে মনে করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊