Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বজোড়া ভক্তদের জন্য নতুন সিনেমার খবর নিয়ে এলো নাটালি Natalie Portman

বিশ্বজোড়া ভক্তদের জন্য নতুন সিনেমার খবর নিয়ে এলো নাটালি




মাত্র ৪ বছর বয়সেই নাচ শেখার তালিম গ্রহণ করে। তবে নাচের সাথে সাথে ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল প্রবল। কিন্তু তাই বলে শিশু শিল্পী হিসাবে অভিনয়?  সরাসরি না করে দেয় সেদিনের ছোট্ট নাটালি। কারণ সে স্বপ্ন দেখত একজন বড় অভিনেত্রী হবে। আর হলোও তাই। 




অস্কারজয়ী ইসরায়েলি-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী নাটালি পোর্টম্যান সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে তাকে অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাবান বলে ধরা হয়। 

সম্প্রতি বিশ্বজোড়া ভক্তদের জন্য নতুন সিনেমার খবর নিয়ে এলো নাটালি। এইচবিও ফিল্মসের ব্যানারে 'দ্য ডেইস অফ এবানডোনমেন্ট'-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে নাটালি।


একজন নারীর জীবনের অন্ধকারাছন্ন নানান বিষয় উঠে আসবে এই সিনেমায় এমনটাই জানাযাচ্ছে।




প্রসঙ্গত, 'স্টার ওয়ার্স' ত্রয়ী-তে পাদমে আমিদালা চরিত্রে অভিনয় করে পুরো দুনিয়া জুড়ে জনপ্রিয়তা পেয়ে যান নাটালি পোর্টম্যান। পরবর্তীতে ২০১১ সালে তিনি ব্লাক সোয়ান ছবিতে অভিনয় করার জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডঅ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেছে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code