আপনি PM কিষান সম্মান নিধির টাকা পাননি? এখনি জেনে নিন কি করবেন 




আপনি যদি এখনও প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার প্রথম কিস্তি না পেয়ে থাকেন তবে এখুনি দেখে নিন। নতুন তালিকাটি  সরকারী ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আপনি যদি আবেদন করে থাকেন এবং বার্ষিক 6000 টাকা পাওয়ার জন্য আপনার নাম তালিকায় রয়েছে কিনা তা জানতে চান তবে এই ওয়েবসাইটে গিয়ে আপনার নামটি পরীক্ষা করতে পারেন। সরকার যে সকল কৃষককে এই প্রকল্পের সুবিধা দিয়েছে তাদের নাম রাজ্য / জেলা ভিত্তিক / তফশিল / গ্রাম অনুসারেও দেখা যায়। এতে সরকার সকল সুবিধাভোগীর সম্পূর্ণ তালিকা আপলোড করেছে।


অনলাইনে তালিকাটি দেখার সহজ পদক্ষেপ
  • website link ওয়েবসাইটে যান।
  • হোম পেজে মেনু বারটি দেখুন এবং এখানে 'FARMERS CORNER' যান।
  • এখানে 'beneficiary LIST' লিঙ্কে ক্লিক করুন।
  • এর পরে আপনার রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রামের তথ্য দিয়ে GET REPORT এ ক্লিক করুন।
আপনি যদি এখনো আবেদন না করে থাকেন তবে খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। এরজন্য দেখে নিন অনলাইন আবেদন পদ্ধতি- 

অনলাইন আবেদন পদ্ধতি- 
  • অনলাইনে আবেদন করতে আপনাকে website link ওয়েবসাইটে যেতে হবে
  • হোম পেজে ফার্মাস ট্যাবে ক্লিক করুন বা Farmers Corner এ গিয়ে New Farmer Registration এ ক্লিক করুন
  • এরপর New Farmer Registration Form খুলে যাবে। এখানে আধার নাম্বার, ক্যাপচা আর রাজ্যের নাম ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিন।
  • আবেদন পত্রটি বিশদ তথ্য দিয়ে পূরণ করুন (এক্ষেত্রে আপনার ঠিকানা, মোবাইল নম্বর, জমির তথ্য, জন্মতারিখ প্রয়োজন লাগবে)
  • এরপর সেভ বোতামে ক্লিক করুন।