দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি শুরু রাজধানীর
করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল অবস্থার দেশের রাজধানী দিল্লীর। অক্সিজেন সংকট, বেডের অভাবের মতো পরিস্থিতি ফুটে উঠেছিল সংবাদ মাধ্যমের পর্দায়। ঊর্ধ্বমুখী সংক্রমণ, মৃত্যু মিছিল দেশজুড়ে অব্যাহত। কোমড় বেঁধে করোনার সাথে লড়েওছিল কেজরিওয়াল সরকার। আপাতত দিল্লীতে কন্ট্রোল করোনা পরিস্থিতি। এবার তৃতীয় ঢেউয়ের প্রাক্কালে প্রস্তুতি শুরু করে দিয়ে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
করোনার তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লী সরকার। আজ এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর টুইট বার্তায় তিনি জানিয়েছেন ৬০০০ অক্সিজেন ও ৩০০০ অক্সিজেন বেড এইসসিএল থেকে আমদানি করা হয়েছে। আরো অনেক কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এইচসিএল অক্সিজেন সিলিন্ডারগুলি অনুদান দিয়েছিল এবং ভারত সরকার দিল্লি সরকারকে দিয়েছে, চীনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রক এবং চীনে ভারতীয় দূতাবাস তাদের পরিবহনে সহায়তা করে বলে জানিয়েছেন কেজরিওয়াল।
Second wave in control, started prep for 3rd wave.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 24, 2021
Imported 6000 oxy cylinders. Can set up 3000 oxy beds with these. Grateful to HCL, Give India and Central govt (esp Indian embassy in Beijing) for helping us get these cylinders to Delhi.
Many more preps underway pic.twitter.com/RZGHObqKne
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊