তিন প্রতিশ্রুতি পূরণের পথে মমতা বন্দোপাধ‍্যায়ের নেতৃত্বাধীন রাজ‍্য সরকার 





রাজ‍্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলি কিন্তু সরকারে আসার পর কতটা পূর্ণ হয় তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিন্তু বাংলার তৃণমূল সরকার এর আগেও পেরেছে আর এবারো প্রতিশ্রুতি পূরণে এগিয়ে যাচ্ছে মমতা বন্দোপাধ‍্যায়ের সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অনুমোদন দেওয়া হয়েছে বলেই জানালেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। যে কয়েকটি প্রতিশ্রুতি অনুমোদন পেয়েছে সব কটি থেকেই সাধারণ মানুষ ব্যাপক উপকার পাবেন। 




নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া তিন প্রতিশ্রুতি এক, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া, দুই, জেনারেল ক্যাটেগরির মহিলাদের ক্ষেত্রে মাসে ৫০০ টাকা ও এসসি/এসটিদের জন্য মাসে ১০০০ টাকা প্রদান, তিন, পড়ুয়াদের জন্য, যারা ১২ ক্লাস উত্তীর্ণ হয়েছেন, তাদের উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেওয়া হবে। এই তিন প্রতিশ্রুতি মন্ত্রীসভায় অনুমোদন পেয়েছে বলেই আজ জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। 




এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় বলেন, " নির্বাচনের আগে মা-মাটি-মানুষের সরকার রাজ্যে আবার ক্ষমতায় এলে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে বলেছিলাম। বলেছিলাম সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা করে ও এসসি/এসটি মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। বলেছিলাম যারা উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চ শিক্ষায় যেতে পারে না তাঁদের উচ্চ শিক্ষায় যেতে সুযোগ করে দিতে ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেওয়া হবে। উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা ৪% সুদে পড়ুয়ারা পাবে, ১০ বছরে এই টাকা তারা শোধ করতে পারবে। রাজ্য সরকার এই ঋণের গ্যারান্টার থাকবে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই তিনটি বিষয় অনুমোদন পেয়েছে।" 




তিনি আরো জানান, "আমরা মা-মাটি-মানুষের সরকারের প্রতিশ্রুতি পূরণ করি। মুখ্যসচিবকে শীর্ষে রেখে স্বরাষ্ট্র সচিবা , অর্থ সচিব, খাদ্য সচিব, নারী ও পরিবার কল্যাণ সচিবাকেয়নিয়ে একটি কমিটি গঠন করা হবে। মুখ্যসচিব বিষয়টি দেখভাল করবেন। এটা কার্যকর হতে একটু সময় লাগবে।”