ফের বিতর্কে নোবেল, জেমসকে নিয়ে আপত্তিকর পোস্ট, চুক্তি বাতিল সাউন্ডটেকের
বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে মাঝে মাঝেই উঠে আসেন সারেগামাপা খ্যাত বাংলাদেশের সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। নগর বাউল’খ্যাত গায়ক জেমস ও জনপ্রিয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে নিয়ে নোবেলের আপত্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। যদিও নোবেলের দাবি যে, তাঁর ফেসবুক হ্যাক করে কেউ এই কাজ করেছে।
তবে থামছে না সমালোচনা। একটা ভেরিফায়েড ফেসবুক পেজ সেটা হ্যাক হয়ে ৯ঘন্টায় ১৭টি পোস্ট যার মধ্যে ১৪টিই হচ্ছে সরাসরি নগর বাউল জেমসকে উদ্দেশ্য করে। এর মধ্যে রয়েছে আপত্তিকর মন্তব্যও। এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে ফেসবুক থেকে সঙ্গীতমহলে। এই ঘটনায় নোবেলের সাফাই নিয়েও সন্দিহান সব মহল।
এদিকে, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ হুমায়ুন অভিযোগ তোলেন, তার সুর-সংগীত করা ‘মেহেরবান’ শিরোনামের একটি গান নোবেল তার নিজের নামে চালিয়ে দিচ্ছে যা প্রকাশ করতে যাচ্ছে সাউন্ডটেক। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেন তিনি।এর মধ্যেই নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক বলেই খবর। প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতান মাহমুদ বলেন, ”নোবেলকে কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না। ওঁর ব্যবহার ভাল লাগেনি, তাই চুক্তি বাতিল করেছি।”
এর আগেও একাধিকবার একাধিক বিতর্কের জেরে শিরোনামে উঠে আসে সারেগামাপা খ্যাত বাংলাদেশের গায়ক নোবেল। একের পর এক বিতর্কিত মন্তব্য করে পরে তা ভুল হয়েছে বলেই সাফাই দেন তিনি। এবার ফের একবার বিতর্কে জড়ালেন। তবে এবার খোয়ালেন সাউন্ডটেকের মতো বড় প্রযোজনা সংস্থার চুক্তি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊