১৫ই মে-র মধ‍্যে পলিসি আপডেট করলে ডিলিট হবে WhatsApp অ্যাকাউন্ট? স্পষ্ট করলো সংস্থা

১৫ই মে-র মধ‍্যে পলিসি আপডেট করলে ডিলিট হবে WhatsApp অ্যাকাউন্ট? স্পষ্ট করলো সংস্থা 




WhatsApp -র প্রাইভেসি পলিসি নিয়ে বেশ বিতর্ক হয়েছিল দেশজুড়ে। আর এর জেরেই এবার প্রাইভেসি পলিসির ক্ষেত্রে নমনীয় হল সংস্থা। এর আগে WhatsApp -র তরফে জানানো হয়েছিল ১৫ই মে-র মধ‍্যে নতুন পলিসি অ্যাকসেপ্ট না করলে ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্ট। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সড়ে আসলো WhatsApp ।




১৫ মে পেরিয়ে গেলেও ডিলিট হবে না গ্রাহকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সংবাদ সংস্থা পিটিআইকে ইমেলের উত্তরে এই কথা জানিয়েছেন জনপ্রিয় মেসেজিং অ্যাপের মুখপাত্র। সংস্থা ঘোষণা করেছে যে গোপনীয়তা নীতি আপডেটের কারণে কেউ এই অ্যাপ্লিকেশনটির কার্যকারিতা হারাবে না। তবে অ্যাপ্লিকেশনের পরিষেবাগুলি সীমিত হতে পারে।




ফেসবুকের মালিকানাধীন অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের নতুন গোপনীয়তা নীতি গ্রহণ করতে স্মরণ করিয়ে দেবে। জনপ্রিয় মেসেজিং অ্যাপের মুখপাত্র আরও জানান, ইতিমধ্যেই বেশিরভাগ গ্রাহক তাঁদের পলিসি আপডেট করেছেন। অনেকেই সময় সুযোগের অভাবে তা করে উঠতে পারেননি। 

Post a Comment

thanks