করোনা মুক্ত হওয়ার কতদিন পর নেওয়া যাবে ভ্যাকসিন? জানিয়ে দিল কেন্দ্র





করোনার বাড়বাড়ন্তের মাঝেই চলছে টিকাকরন। কিন্তু যদি কেউ করোনা আক্রান্ত হন তারপর করোনা থেকে সেড়ে ওঠার কতদিন পর ভ্যাকসিন নিতে পারবেন তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। সেই প্রশ্নের জবাব দিল কেন্দ্র। করোনা মুক্ত হওয়ার তিনমাস পর নেওয়া যাবে টিকা এমনটাই জানালো কেন্দ্র।



বুধবার কেন্দ্র জানায়, করোনাভাইরাস মুক্ত হওয়ার তিন মাস পর ভ্যাকসিন মিলবে।এমনকী প্রথম ডোজ নেওয়ার পর যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁরাও তিন মাস পর টিকা নিতে পারবেন। এর আগে করোনা মুক্ত হওয়ার ৪৫ দিন পর ভ্যাকসিন নেওয়া যেত কিন্তু এবার সেই সময় বাড়ালো কেন্দ্র।



এর আগে কোভিশিল্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে সময়সীমা বাড়িয়েছিল কেন্দ্র। দুটি ডোজের মধ্যে ব্যবধান ছিল ৬ থেকে ৮ সপ্তাহ যা বাড়িয়ে করা হয় ১২ থেকে ১৬ সপ্তাহ। তবে কোভ্যাক্সিন নেওয়ার ক্ষেত্রে দুটি ডোজের মধ্যে ব্যবধানের সময়সীমার কোনও বদল করা হয়নি।



ওয়াকিবহাল মহল মনে করছে, দেশের করোনা ভ্যাকসিনের ঘাটতির জেরেই বারবার কেন্দ্র নিয়মে বদল আনছে। সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, দেশে যেহেতু ভ্যাকসিনের ঘাটতি রয়েছে। সেই ভ্যাকসিনের ঘাটতি সামাল দিতেই দুটি ডোজের মধ্যে টিকা নেওয়ার ব্যবধানের সময়সীমা বাড়ানো হয়েছে। অনেকবার প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে হয়রানি হতে হয়েছে মানুষকে এমন খবর উঠে এসেছিল।