Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় পালিত হল শ্রী শ্রী রবিশঙ্কর এর ৬৫ তম জন্মদিন

দিনহাটায় পালিত হল শ্রী শ্রী রবিশঙ্কর এর ৬৫তম জন্মদিন



অরবিন্দ শর্মা, দিনহাটা: 

সারা বিশ্বের সাথে সাথে যোগা গুরু, আর্ট অব লিভিং [Art of Living Foundation] এর শ্রষ্টা শ্রী শ্রী রবিশঙ্কর এর ৬৫তম দিন পালিত হল দিনহাটার ফকির তকেয়ায়।

করোনা বিধি মেনে কেক কাটার মধ্যে দিয়ে অনারম্বর ভাবে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন জীবন কৃষ্ণ দেবনাথ, জগবন্ধু দেবনাথ, পরশুরাম বর্মন,সঞ্চিতা বর্মন প্রমুখ।

জীবন কৃষ্ণ দেবনাথ বলেন সরকারি নিয়ম মানার সাথে সাথে যদি আসন, প্রনায়াম ,ক্রিয়া নিয়ম মেনে প্রতিদিন করা যায় তাহলে করোনার থাবা থেকে আমরা মুক্তি পেতে পারি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code