ভয়ঙ্কর বজ্রপাত, শিলা বৃষ্টি ও অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের





একদিকে করোনার দাপট অন্যদিকে আবহাওয়ার খেলা। আগামী ৬ ঘন্টায় প্রবলতর বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও প্রবল বজ্রপাতের কারণে জীবনহানির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অতি ভয়ঙ্কর বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।




পাশাপাশি ৪০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে খুলনা ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহারের উপর। পশ্চিমবঙ্গ , বিহার, বাংলাদেশ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত অক্ষরেখা।




আজ ও আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ , ঝাড়খণ্ড ও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়- [Kalimpong & South Dinajpur districts, at many places over Coochbehar district, at a few places over Darjeeling, Malda & North Dinajpur districts and at one or two places over Jalpaiguri district of Sub Himalayan West Bengal.] বিক্ষিপ্ত থেকে কোথাও কোথাও কিছু বিস্তৃত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি রয়েছে বিক্ষিপ্ত শিলা বৃষ্টির সম্ভাবনাও। বর্জ্যপাত থেকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দপ্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ