৩০০ মিনিট বিনামূল্যে কল সহ  Jio ফোন ব্যবহারকারীদের জন্য বড় Offer 




করোনা অতিমারির মাঝে এবার  এগিয়ে এল জিও। জিও ফোন ব্যবহারকারীদের জন্য বড় অফার নিয়ে এল রিলায়েন্স। 

প্রতি মাসে জিও ফোন ব্যবহারকারীরা ৩০০ মিনিটে বিনামূল্যে আউটগোয়িং কল করতে পারবে। (প্রতিদিন ১০ মিনিট) 

বর্তমান করোনা পরিস্থিতিতে যারা মোবাইল রিচার্জ করতে পারবে না, তারাও এই সুবিধা পাবে। 

পাশাপাশি জিও ফোন ব্যবহারকারীরা যত টাকা মূল্যে রিচার্জ করবেন, ঠিই সেই একই মূল্যই পরিষেবা ফ্রি-প্ল্যান হিসেবে পাবেন।