১৭৫ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় তাউকটে






আসন্ন ঘূর্ণিঝড় তাউকটে আরব সাগরের বুকে ফুঁসে ওঠার যাবতীয় উপাদান পেতে শুরু করেছে।ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় এই ঝড় প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়বে বলে সাবধান বাণী জারি করেছে মৌসম ভবন। যার জেরে সতর্কতা রয়েছে, উপকূলীয় কেরল, কর্ণাটক, গুজরাতে।




শুক্রবার থেকেই লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যা ঘূর্ণিঝড় ফুঁসে ওঠার অন্যতম উপাদান বলে মনে করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ১২ ঘণ্টায় এই নিম্নচাপ আর ঘনীভূত হবে। আর এই ১২ ঘণ্টা পার হতেই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে শুরু করবে।




আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় তাউকতে শনিবার বিকেল থেকে শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাবে। রবিবার বিকেল থেকে কার্যত তাণ্ডব লীলা শুরু করবে এই ঝড়।





সাইক্লোনর অভিমুখ বিচার করে জানানো হয়েছে যে, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ এই নিম্নচাপ কেরলের কন্নৌর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। এরপর এদিন উত্তর পশ্চিম বরাবার সাগর থেকে ধেয়ে আসছে। যার জেরে কেরল, কর্ণাটক, তামলনাড়ুতে ব্যাপক বৃষ্টিপাত শুরু করেছে।