Indian Railways cancels 31 special trains - Check full list
করোনার দ্বিতীয় ঢেউ এর জেরে কয়েকটি বিশেষ ট্রেন বাতিল করল ভারতীয় রেল । রাজ্য সরকারের সঙ্গে পারমর্শ অনুযায়ী বেশ কিছু দূরপাল্লার টেন বাতিল করা হয়েছে।
পশ্চিমবঙ্গ, আসাম এবং বিহার রুটের ৩১টি থাকবে অনির্দিষ্ট কাল বন্ধ থাকবে।কোভিডের দ্বিতীয় ঢেউ ভারতে ব্যাপক হারে ছড়িয়েছে; বহু মানুষ আক্রান্ত। মৃত্যু হয়েছে অনেকের।
এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সূত্রে শেষ পাওয়া খবর অনুসারে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
যেসব ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল:-
- ০৩০৬৩/৪ হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস স্পেশাল
- ০৫৪৬৮ শিলিগুড়ি-বামনহাট ইন্টারসিটি স্পেশাল
- ০৫৮১১/২ ধুবড়ী-গুয়াহাটি এক্সপ্রেস স্পেশাল
- ০৫৭৬৭/৬৮ শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি স্পেশাল
- ০৫৭১৯/২০ কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশাল
- ০৫৭৪৯/৫০ নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি স্পেশাল
- ০৫৮১৫/১৬ গুয়াহাটি-টেকারগাঁও স্পেশাল
- ০৭৫৪১/২ শিলিগুড়ি-ধুবড়ী ইন্টারসিটি স্পেশাল
- ০৭৫২৫/৬ শিলিগুড়ি-বঙ্গাইগাঁও ডেমু স্পেশাল
- ০৫৯৫৯/৬০/৬১ ডিব্রুগড় শহর-হাওড়া এক্সপ্রেস
- ০৫৯৬১ হাওড়া- ডিব্রুগড় শহর এক্সপ্রেস
- ০৩০৩৩/৩৪ হাওড়া-কাটিহার এক্সপ্রেস স্পেশাল
- ০৩১৪১/৪২ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস স্পেশাল
- ০৩১৪৫/৪৬ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস স্পেশাল
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊