দৈনিক সংক্রমণ নিম্নমুখী, মৃত্যু দেড়শো পার রাজ্যে
করোনার ভয়াল প্রকোপ জাঁকিয়ে বসেছে রাজ্যে। রাজ্যে চলছে লক ডাউন। লক ডাউন পরিস্থিতিতে দৈনিক সংক্রমণ কমলেও কমছে না মৃত্যুর সংখ্যা। ফলে চিন্তার ভাঁজ। ২৪ মে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত একদিন রাজ্যে মারণ ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৫৩ জন ও নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৩ জন।
কালো আকাশে একটু যেন আশার আলো। গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৬৭০ জন। সংক্রমিতের থেকে করোনামুক্তের সংখ্যা বাড়ায় ১ হাজার ৯৪০ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজর ৫৮৫ জন। ডিসচার্জ রেট ৮৮. ৮৬ শতাংশ।
তবে পজিটিভ রেট ঊর্ধ্বমুখী। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৬৬ হাজার ২৮৮ টি। যার মধ্যে প্রায় ১৮ হাজার নমুনা পজিটিভ। যার ফলে এই মুহূর্তে ক্রমশ বাড়তে বাড়তে পজিটিভিটি রেট পৌঁছে গিয়েছে ১০.৭২ শতাংশে।
সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যে সবার ওপরে রয়েছে উত্তর ২৪ পরগণা। তারপর কলকাতা। গত একদিনে উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৯৩ জন। মৃত্যু হয়েছে৪৭ জনের। কলকাতায় এই সময়পর্বে সংক্রমিত ৩ হাজার ১২১ জন। মৃত ৩৫ জন।
একদিকে ঘূর্ণিঝড় ইয়াশ উঁকি মারছে আর অন্যদিকে চোখ রাঙাচ্ছে করোনা। রাজ্য সরকারও দুটি বিপর্যয় সামলাতে কোমড় বেধে নেমে পড়েছে। তবে ঘূর্ণিজড় পরিস্থিতিতে করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊