ব্লাক ফাংগাসের থাবা বাঁকুড়ায়, আক্রান্ত তিন
রঞ্জিত ঘোষ, বাঁকুড়া:
এক দিকে যখন করোনা পরিস্থিতিতে টালমাটাল অবস্থা দেশজুড়ে,তখন তার সাথে গোদের ওপর বিষফোড় হয়ে দাঁড়িয়েছে ব্লাক ফাংগাস। অন্যান্য রাজ্যের মতোই সম্প্রতি পশ্চিমবঙ্গেও ঘাঁটি গেড়েছে ব্লাক ফাংগাস। সম্প্রতি রাজ্যের খাস কলকাতার বুকেই ব্লাক ফাংগাসে আক্রান্ত হয়ে এক মহিলা মারা গেছে বলে সূত্রের খবর । ধীরে ধীরে এই রোগ বাড়াচ্ছে তার আক্রমণের পরিধি । কলকাতার পর এবার ব্লাক ফাংগাসের থাবায় বাঁকুড়া ।
হাসপাতাল সূত্রে জানা য়ায় বাঁকুড়াতেও তিন জন এই ব্লাক ফাংগাসে আক্রান্ত হওয়ার কথা । পাশাপাশি আরো জানা য়ায় আক্রান্ত তিন জনের মধ্যে দু'জনেই বাঁকুড়ার বাসিন্দা অপরজন পুরুলিয়ার বাসিন্দা । আক্রান্তদের মধ্যে রয়েছে দুই জন পুরুষ এবং একজন মহিলা । তারা প্রথমে কোভিড আক্রান্ত হওয়ায় বেসরকারি হাসপাতালে দু জনের চিকিত্সা চলছিল, আর অপরজনের চিকিত্সা চলছিল বাড়িতেই । এর পর তাদের ব্লাক ফাংগাসের উপসর্গ দেখা দিলে তাদের আনা হয় বাঁকুড়া সন্মেলনী মেডিকেল কলেজ ও হসপিটালে । এর পর রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করার পর ফাংগাস রোগ সম্বন্ধে নিশ্চিত হন হসপিটালের চিকিত্সকরা । বর্তমানে তাদের চিকিত্সা চলছে বাঁকুড়া সন্মেলনী মেডিকেল কলেজ ও হসপিটালে ।
প্রসঙ্গত উল্লেখ্য, এ রাজ্যে ফাংগাস নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর ।আর সেই নির্দেশিকা মতোই এই রোগ মোকাবিলায় কাজ করছে হাসপাতালগুলি ।
এই ব্লাক ফাংগাস কোনো সংক্রমিত রোগ নয়, এই নিয়ে অযথা চিন্তার কোনো কারণ নেই বলে জানান স্বাস্থ্য দপ্তর ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊