আসুন দেখে নেই কোন সমীক্ষা কী বলছে? রইল সমস্ত EXIT POLL-এর ফলাফল

আসুন দেখে নেই কোন সমীক্ষা কী বলছে? রইল সমস্ত EXIT POLL-এর ফলাফল




নির্বাচন শেষ- এবার ফলাফলের অপেক্ষা। West Bengal Assembly Election 2021 - এ কার দখলে থাকছে রাজ্য এখন দেখার এটাই। তবে তার জন্য অপেক্ষা ২ মে পর্যন্ত। 

তবে ইতিমধ্যে বেশ কিছু বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছে । আসুন দেখে নেই কোন সমীক্ষা কী বলছে? রইল EXIT POLL-র ফলাফল।

West Bengal Assembly Election 2021 Exit Poll Result

নিউজ এক্স পোলস্ট্রাট- র (NEWSX Polstrat) সমীক্ষা অনুযায়ী-
তৃণমূল কংগ্রেস- ১৫২-১৬২
বিজেপি- ১১৫-১২৫
সংযুক্ত মোর্চা- ১৬-২৬
অন্যান্য-০

এবিপি সি ভোটারের ( ABP- CVoter) সমীক্ষা অনুযায়ী- 

পি মার্ক- র (P-MARQ) সমীক্ষা অনুযায়ী-
তৃণমূল কংগ্রেস- ১৫২-১৭২
বিজেপি- ১১২-১৩২
সংযুক্ত মোর্চা- ১০-২০
অন্যান্য-০


রিপাবলিক সিএনএক্স-র (REPUBLIC CNX) এক্সিট পোল-
বিজেপি- ১২৮-১৩৮
তৃণমূল কংগ্রেস- ৯৬-১২৫
সংযুক্ত মোর্চা- ১১-২১
অন্যান্য-০

টাইমস নাও সি ভোটারেরর (TIMES NOW CVoter) সমীক্ষা অনুযায়ী-

তৃণমূল কংগ্রেস- ১৫৮
বিজেপি- ১১৫
সংযুক্ত মোর্চা- ১৯
অন্যান্য- ০

ইটিজি রিসার্চ-র (ETG Research) সমীক্ষা অনুযায়ী-
তৃণমূল কংগ্রেস- ১৬৪-১৭৬
বিজেপি- ১০৫- ১১৫
সংযুক্ত মোর্চা- ১০-১৫
অন্যান্য- ০-১


ইন্ডিয়া নিউজ-জন কি বাত-র (India News-Jan Ki Bat) সমীক্ষা অনুযায়ী-
তৃণমূল কংগ্রেস- ১০৪-১২১
বিজেপি- ১৬২-১৮৫
সংযুক্ত মোর্চা- ৩-৯
অন্যান্য- ০

চানক্যর (Today's Chanakya) সমীক্ষা অনুযায়ী-

তৃণমূল কংগ্রেস-180 ± 11 Seats
বিজেপি-108 ± 11 Seats
সংযুক্ত মোর্চা- 4 ± 4 Seats
অন্যান্য- 3 Seats


তবে মনে রাখতে হবে বিগত বিধানসভা নির্বাচনের সাথে বিস্তর পার্থক্য রয়েছে এবারের নির্বাচনে। শিক্ষিত বেকারদের চাকরির দাবীতে উত্তাল ছিল রাজ্য, পার্শ্বশিক্ষকদের আন্দোলন থেকে একাধিক আন্দোলন দেখা গেছে রাজ্যে। তার উপর নির্বাচনে ধর্মীয় মেরুকরণ এবার অনেকটা প্রভাব ফেলেছে । আবার সাধারণের মন ছুঁয়েছে দুয়ারে সরকার।  ফলে কি হতে চলেছে ২ রা মে- তা জানা যাবে সেদিনই।

Post a Comment

thanks