কোভিড মোকাবিলায় অভিনন্দন ক্লাবের অভিনব উদ্যোগ



সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুর: 


অভিনন্দন ক্লাব ও ন্যাশনাল ক্রাইম রিসার্চ ইন্টেলিজেন্স ব্যুরো নিউ দিল্লির পশ্চিমবঙ্গ শাখার যৌথ উদ্যোগে কোভিড-19 এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়ানোর জন্য পাড়া থেকে দেশে সর্বোচ্চ স্তর পর্যন্ত লিখিত আবেদন জানাল।



অভিনন্দন ক্লাব কোভিড 19 মোকাবেলায় যেসব সরকারি ও বেসরকারি যোদ্ধারা বিশেষ করে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মকর্তা, এক্সিকিউটিভ দপ্তরের কর্মচারী, বিডিও থেকে এসডিও, ডিএম, সেক্রেটারি লেভেলের কর্মচারীগণ, স্বেচ্ছাসেবী সংগঠনের কার্য কর্তা যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে তাদের অভিনন্দন জানিয়েছেন।দেশের সব ধরনের সরকারের কাছে আবেদন করেছেন কোভিড 19 যাতে মহামারী আকার ধারণ না করে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে।



স্বাস্থ্য দপ্তরের ঘোষিত নীতি জনসাধারণ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সংঘগুলি ,সামাজিক অনুষ্ঠান , হাট ও দৈনন্দিন বাজার গুলো যেন মেনে চলে। সরকারের সর্বোচ্চ স্থরে সদর্থক ভূমিকা গ্রহণ করার আবেদন জানানোর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ ও কালো বাজারি যথাযথ ব্যবস্থা নেওয়া আবেদন জানানো হয়।