সিঙ্গুরে সংযুক্ত মোর্চাই জিতছে: মুখোমুখি সিঙ্গুরের প্রার্থী সৃজন


বিধানসভার নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহন আগামী ৬ই এপ্রিল। তার আজ শেষ প্রচার। সিঙ্গুরে বাম কংগ্রেস আইএসএফ জোট সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী সৃজন। 



এদিন, তিনি বলেন, গত দশ বছর ধরে মানুষ যে প্রতারণার শিকার হয়েছে তার জবাব দেবে। আসলে তৃণমূল আর বিজেপি এক। আসলে ওরা একটাই টিম বিজেমুল।
মুখোমুখি সংযুক্ত মোর্‌চা সমর্থিত সিঙ্গুরের প্রার্থী সৃজন

মুখোমুখি সংযুক্ত মোর্‌চা সমর্থিত সিঙ্গুরের প্রার্থী সৃজন

Posted by Sangbad Ekalavya on Sunday, April 4, 2021