মাস্ক ছাড়া বাইরে বেড়োলেই আইনি ব‍্যবস্থা, নির্দেশিকা জারি নবান্নের 





লাফিয়ে লাফিয়ে রাজ‍্যে বাড়ছে করোনা সংক্রমণ। এই ভয়াবহ পরিস্থিতিতে দেখা দিচ্ছে অক্সিজেন, পর্যাপ্ত বেডের অভাব তারপরেও হুশ নেই একাংশের। এবার তাঁদের হুশ ফেরাতেই কড়া পদক্ষেপ নিল রাজ‍্য। মাস্ক ছাড়া বাইরে বেড়োলেই আইনি ব‍্যবস্থা নেওয়া হবে বলেই নির্দেশিকা জারি করেছে নবান্ন। মাস্ক ছাড়া বাইরে বের হলেই বিপর্যয় মোকাবিলা আইনে ব‍্যবস্থা নেওয়া হবে। 




শনিবার নবান্নের তরফে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিবের তরফে দেওয়া নির্দেশিকা রাজ‍্য ও কলকাতা পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে মাস্ক ছাড়া কেউ বাইরে বেড়োলেই কড়া ব‍্যবস্থা নেওয়ার। 






নির্দেশিকায় জানানো হয়েছে, বাড়ির বাইরে বেরোনোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক। জনসমক্ষে কাজের জন্য কেউ বাইরে বের হলে মাস্ক পড়া ও শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে। কেউ মাস্ক না পরলে বা সামাজিক দূরত্ববিধি না মেনে চললে পুলিশকে তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নিতে বলা হয়েছে সেই নির্দেশিকায়।