Latest News

6/recent/ticker-posts

Ad Code

নতুন লুকে তাক লাগালেন মধুমিতা


নতুন লুকে তাক লাগালেন মধুমিতা





একের পর এক নতুন লুক বারে বারে সামনে এনে নেট দুনিয়ায় নজর কাড়ছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এবার একদম অন্য লুক নায়িকার। কপালে লাল টিপ, নাকে নথ, ঘাগরা চোলি পরে হালকা মেকআপ, ছোট্ট টিপ ও লিপস্টিক ক্যামেরার সামনে নতুন পোজে মধুমিতা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নজর কেড়েছেন তিনি।




ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় মুখ মধুমিতা । অভিনয়ের পাশাপাশি মডেলিং, ফোটোশুট চলতেই থাকে নিয়মিত। কখনও বোল্ড লুক কখনও আবার ছিমছাম সাজে মন ভরিয়ে দেন নায়িকা। তাঁর ছবি যে হাজার হাজার পুরুষে।র বুকে ঝড় তোলে তা বলাই বাহুল্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code