Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৮ বছরের কিশোরী নীলাঞ্চি দীর্ঘতম চুলের রেকর্ড গড়বার পরও কেটে ফেললো চুল

১৮ বছরের কিশোরী নীলাঞ্চি দীর্ঘতম চুলের রেকর্ড গড়বার পরও কেটে ফেললো চুল 



গুজরাটের মোদাসার এক ১৮ বছরের কিশোরী নীলাঞ্চি প্যাটেল এক নতুন রেকর্ড তৈরি করলো। 

২০১৬ সাল থেকে দীর্ঘতম চুলের রেকর্ড গড়েছিলো নীলাঞ্চি। ২০২০ সালে যখন তাঁর চুলের মাপ নেওয়া হয়েছিলো তখন  পরিমাপ ছিলো ২০০ সেন্টিমিটার। আর ২০১৮ তে ছিলো ১৭০.৫ সেন্টিমিটার। 



এবার নীলাঞ্চি তাঁর ১৮ তম জন্মদিনে আবারও দীর্ঘতম চুলের শিরোনাম অর্জন করে। তবে ২০২১ এ এসে নীলাঞ্চি তাঁর এই দীর্ঘ চুল কেটে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করে।  


নিলাঞ্চি এক সাক্ষ্যাৎকারে জানিয়েছে "আমার চুল আমাকে অনেক কিছু দিয়েছে - আমার চুলের কারণে আমি 'রিয়েল-লাইফ রাপুনজেল' হিসাবে পরিচিতি পেয়েছি ... এখন এটিকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।" 

তবে কাঁটা চুল কি করবে তা নিয়ে প্রশ্ন উঠলে নিলাঞ্চির মা কামিনী বেন ক্যান্সার রোগীদের দান করবার সিদ্ধান্ত নেন। আর তাতে সম্মতি জানিয়েছে নিলাঞ্চিও। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code