করোনার সুপার স্প্রেডার নরেন্দ্র মোদী, দাবি IMA-এর সহসভাপতির
করোনার দ্বিতীয় ঢেউ জাঁকিয়ে বসেছে সারা দেশে। দিনের পর দিন বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। যদিও গত বছর করোনা ঢেউয়ের পর অনেকটা সময় ধরে করোনা সংক্রমণ তেমন ভাবে মাথাচাড়া দিতে দেখা যায়নি। হঠাৎ বেশ কিছুদিন অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে প্রধানমন্ত্রীর দিকেই আঙুল তুললেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ডা. নভজ্যোত দাহিয়া। করোনার সু্পার স্প্রেডার নরেন্দ্র মোদী, এমনটাই দাবি তাঁর।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সভা সমাবেশের জেরে করোনা বাড়ছে এমনটাই অভিযোগ ছিল বিরোধী দল গুলির এবার একই অভিযোগ আইএমএ ভাইস প্রেসিডেন্টের। তাঁর অভিযোগ, “করোনায় সুরক্ষাবিধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ঝাঁপিয়ে পড়েছে চিকিৎসকরা। অথচ কোনওরকম দ্বিধা না করে সমস্ত কোভিডবিধি ভেঙে রাজনৈতিক সমাবেশ করেছেন প্রধানমন্ত্রী।” স্বাস্থ্য পরিকাঠামো তৈরিতে প্রধানমন্ত্রী ‘ব্যর্থ’দাবি তাঁর।
তাঁর কথায়, এক বছর আগে যখন করোনা এসেছিল তখন প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠান নয়ে ব্যস্ত ছিলেন এরপর দীর্ঘ একটা বছর স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করতেও কোনও উদ্যোগ নেয়নি করে বেড়িয়েছেন নির্বাচনী প্রচার। কেন্দ্রের অনুমতি না মেলায় অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজও আটকে রয়েছে বলে দাবি তাঁর। অক্সিজেন সঙ্কট নিয়েও কেন্দ্রকেই দুষলেন তিনি। পাশাপাশি, আন্তর্জাতিক মহলের একাংশ করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতি মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রের সমালোচনায় মুখর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊