জেলের কয়েদিদের ভ‍্যাকসিন দেওয়া শুরু হলো বর্ধমানে





করোনা সংক্রমণ রুখতে জেলের কয়েদিদের কোভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো বর্ধমান মেডিকেল কলেজে।রবিবার থেকে শুরু হয় এই কোভ্যাকসিন দেওয়ার কাজ। সোমবারও চলে কয়েদিদের কোভ্যাকসিন দেওয়ার কাজ। 



সাম্প্রতিক দ্বিতীয় ফেজের করোনা সংক্রমণ গ্ৰাস করেছে গোটা দেশে।করোনার থাবা থেকে পিছিয়ে নেই বর্ধমান জেলাও।ইতি মধ্যে বর্ধমান জেলায় করোনায় আক্রান্ত হয়ে গৃহ বন্দি হযে আছেন অনেক মানুষ। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে এই শহরে।তবে দ্বিতীয় ফেজের করোনা থাবা থেকে মুক্ত পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ, নিয়মিত স্যানিটাইজার, সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পড়া, এবং দূরত্ব বজায় রেখে চলাচলের কথা বলাহচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।


জেলের কয়েদিদের করোনা রুখতে রবিবার থেকে শুরু হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে কয়েদিদের কোভ্যাকসিন দেওয়ার কাজ।এদিন প্রায় নয় জন কয়েদিদের দেওয়া কোভ্যাকসিন।