শীতলকুচি কান্ড নিয়ে মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে নোটিশ কমিশনের




চতুর্থ দফার ভোটের সকালে কোচবিহারের শীতলকুচি কাণ্ড নিয়ে করা মন্তব্যের জেরে এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। আগামীকাল সকাল ১০টার মধ্যে সেই নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সময়ের মধ্যে জবাব না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন বলেই জানানো হয়েছে।




গতকাল বরানগরের প্রচার সভা থেকে কোচবিহারের শীতলকুচিতে ভোট চলাকালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘শীতলকুচিতে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে। এই দুষ্টু ছেলেরা থাকবে না বাংলায়।কেউ আইন হাতে নিলে এটা সারা বাংলায় হবে।১৭ তারিখও কেন্দ্রীয় বাহিনী বুথে থাকবে।কেউ বাড়াবাড়ি করলে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’