বিজেপি নেতা রাহুল সিনহা-র নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো কমিশন



বিজেপি নেতা রাহুল সিনহা-র নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো কমিশন



গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আজ বিজেপি নেতা রাহুল সিনহার নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। কোচবিহারের শীতলকুচি কান্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আজ দুপুর ১২টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো কমিশন। 



‘কেন্দ্রীয় বাহিনীকে উস্কানি’ ও প্ররোচণামূলক মন্তব্যের কারণেই রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন।আজ ১২ টা থেকে ১৫ এপ্রিল বেলা ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।



প্রসঙ্গত, গতকাল নির্বাচন কমিশন রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করে। সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তিনি কোনও নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। আদর্শ আচরণ বিধি লঙ্ঘন ও 'সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না' ও 'নিরাপত্তা বাহিনীকে ঘিরে ধরে ভোট দিন' এই দুই বক্তব্যের জেরে শোকজ নোটিশের উত্তর সন্তোষজনক নয় বলেই কমিশন এই পদক্ষেপ নেয়। এরপর আজ রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের।

Post a Comment

thanks