Latest News

6/recent/ticker-posts

Ad Code

SIR আবহে দিনহাটার সাহেবগঞ্জে আটক তিন বাংলাদেশি সহ দুই সহযোগী ভারতীয়

SIR আবহে দিনহাটার সাহেবগঞ্জে আটক তিন বাংলাদেশি সহ দুই সহযোগী ভারতীয়

Dinhata news


SIR আবহে দিনহাটার সাহেবগঞ্জে আটক তিন বাংলাদেশি। আর এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দিনহাটা জুড়ে। জানা যাচ্ছে ১৬২ বিএন বিএসএফ বিওপি ডালবাড়ি তিনজন বাংলাদেশিকে আটক করে আইডি কার্ড, পাসপোর্ট ও ভারতীয় টাকা সহ।

অবৈধ ভাবে আন্তর্জাতিক সীমানা পেড়োনোর অভিযোগে গ্রেফতার তিনজন হলেন বছর ৫০-র জেসমিন রহমান, বছর ৩০-র খালিদা আক্তার, বছর ৩৫-র এমডি হাসান আলি। এই তিনজনকে সহযোগিতা করা দুই ভারতীয় মহিরুদ্দিন শেখ ও নজরুল শেখকেও গ্রেফতার করা হয়েছে।

জানা যাচ্ছে, ইমিগ্রেশন অ্যাক্ট এবং ফরেইন অ্যাক্টে সাহেবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা টপকানোয় সহযোগি দুই ভারতীয়কে দুইদিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি তিন বাংলাদেশিকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, তিনজন বাংলাদেশি নাগরিকের জেসমিন রহমান খুলনার বাসিন্দা, খালিদা আক্তার চট্টগ্রামের বাসিন্দা, মো. হাসান আলী ঢাকার বাসিন্দা। তাদের অবৈধ সীমান্ত অতিক্রমে স্থানীয় দুই ভারতীয় বাসিন্দা সহায়তা করেছিলেন তাঁরা দিনহাটার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code