সারমেয় আর ছাগল-কে কাজে লাগানো হচ্ছে নির্বাচনি প্রচারে!
![]() |
credit: social media |
ইতিমধ্যে ৫ টি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। চলছে জোর কদমে প্রচার। এদিকে উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোটও দোরগোড়ায়। এখানেও চলছে নির্বাচনি প্রচার। তবে অনেকটা ভিন্নভাবে। ফলে ভাইরাল হয়েছে স্যোসাল মিডিয়ায়।
ভোটারদের দৃষ্টি আকর্ষন করতে যখন প্রার্থীরা হেভিওয়েট নেতৃত্বকে বা তারকাকে নিয়ে প্রচারে নামছে তখন উত্তর প্রদেশের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে এমন কয়েকজন প্রার্থীকে প্রচারের কাজে সারমেয় আর ছাগলকে কাজে লাগাতে দেখা গিয়েছে।
উত্তর প্রদেশের রায়বরেলি আর বলিয়া জেলার দুটো ছবি ইতিমধ্যে ভাইরাল । যেখানে দেখা যাচ্ছে সারমেয় এবং ছাগলের গায়ে পোস্টার লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে এতে ক্ষুদ্ধ পশুপ্রেমি সংগঠনের সদস্যরা। উত্তরপ্রদেশের People For Animals সংগঠনের সিমা কৌশিক জানান- 'এই ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায়না। নিরীহ পশুদের উপর এমন ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাই। সাথে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্শন করছি।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊