করোনা সংক্রমণে রাশ টানতে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্পষ্ট করলেন লকডাউন নিয়েও



একদিকে রাজ্যে চলছে নির্বাচন। অন্যদিকে করোনা সংক্রমণ বেড়েই চলছে দিন দিন।করোনার দ্বিতীয় ঢেউয়ের করোনার সংক্রমণে রাশ টানতে তৎপর হল রাজ্য সরকার। সোমবার মালদহের পার্ক হোটেল থেকে সাংবাদিক বৈঠক করে করোনায় রাশ টানতে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আতঙ্কের কোনও কারণ নেই। করোনা মোকাবিলায় টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। আতঙ্কে নয়, সচেতন থাকতে হবে।


করোনার রাশ টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত পদক্ষেপ- 

  • করোনা মোকাবিলার জন্য একটি আলাদা টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার।
  • রাজ্যে বাড়ানো হয়েছে ১০০০ বেড। আরও ৪৫০০ বেড খুব শীঘ্রই রাজ্যে বাড়ানো হবে।
  • করোনার জন্য ৪০০ অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে।
  • রাজ্যের ২০০ সেফ হোমে ১১ হাজার বেড থাকবে।
  • রাজ্যের সরকারি হাসপাতালে ৮০০০ বেডের ব্যবস্থা করা হবে।
  • বেশ কয়েকটি হোটেলের রুমকেও সেফ হোমে পরিণত করা হবে।
  • কাল থেকে স্কুলগুলিতে গরমের ছুটি শুরু
  • ওয়ার্ক ফর্ম হোমে জোর দেওয়া হয়েছে


এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এখনই লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। লকডাউন করলেই কি সব বদলে যাবে? লোকের অসুবিধা হবে না! নাইট কার্ফু করে কিছু হবে না। নাইট কার্ফু কোনও সমাধান নয়। ওয়ার্ক ফর্ম হোমে জোর দেওয়া হয়েছে। স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে।' এদিকে এখনও রাজ্যে বাকি ৩ দফা নির্বাচন। ইতিমধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজ্যের নির্বাচনী প্রচার বাতিল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় কোনও প্রচার করবেন না বলেও জানিয়ে দিয়েছেন। অন্যান্য জনসভা গুলি সংক্ষিপ্ত আকারেই করছেন। সংক্রমণে নিয়ন্ত্রণ করতে কমিশনকেও ফের একবার ভোটে পরের দফাগুলি কমিয়ে আনার অনুরোধ করেন মমতা। মমতা বলেন অন্তত শেষ দু’টি দফা যদি একসঙ্গে করে দেওয়া যায় তাতেও কিছুটা হলে সংক্রমণ কমবে।