এবার বিদায় তৃণমূলের- দিনহাটায় শুভেন্দু, বিঁধলেন তৃণমূল ও তৃণমূল প্রার্থীদের । পাশাপাশি কালকের মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কটাক্ষ করলেন তিনি। কটাক্ষ করে বললেন, কাল যে মানুষ এসেছে তা হ্যালিকপ্টার দেখতে এসেছে। তাই তো এখানে মঞ্চের পাশেই তাঁর হ্যালিপ্যাড। এছাড়াও সিতাইয়ে অভিষেকের জনসভা নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, মোটে ১২০০ লোক হয়েছে। যার মধ্যে ১১০০ এসেছে হ্যালিপ্যাড দেখতে। তৃণমূলের দুর্নীতি নিয়েও সরব হন।
ইতিমধ্যে দিনহাটায় পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী।
দেখুন লাইভ-
দিনহাটা সংহতি ময়দানে শুভেন্দু অধিকারীর জনসভা
Posted by Sangbad Ekalavya on Saturday, 3 April 2021
ইতিমধ্যে দিনহাটা সংহতি ময়দানের মাঠে মঞ্চে হাজির হয়েছেন একাধিক নেতৃত্ব। উপস্থিত থাকবেন দীপ্তিমান সেনগুপ্ত, গোপাল চন্দ, অজয় রায়, অশোক মণ্ডল, অনন্ত মহারাজা সহ আরও অনেকে।
আজ দিনহাটার সংহতি ময়দানে জনসভা করতে আসছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটার সংহতি ময়দানে জনসভা করেন। আজ সেই মাঠেই শুভেন্দুর সভা। রাজনৈতিক মহল মনে করছে, মমতার সভা পাল্টা সভা শুভেন্দুর। শুধু দিনহাটাতেই নয় মাথাভাঙাতেও আজ সভা করবেন শুভেন্দু করবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊