দেবশ্রী রায়কে টিকিট দেওয়া হয়নি কেন, স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়


রায়দিঘির জনসভায় স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো 

.
তিনি বলেন, দেবশ্রী রায়কে নিয়ে ক্ষোভ ছিল, তাই ওকে প্রার্থী করিনি। আর সেই রাগেই ও বিজেপিতে যোগ দিয়েছে। কলকাতা থেকে এত দূরে আসতে পারত না।


সংখ্যালঘু ভাই-বোনেদের বলব হায়দরাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছে। আর ফুরফুরা শরিফের এক চ্যাঙড়াকে নিয়ে সে কয়েক কোটি টাকা খরচ করে কমিউনাল স্লোগান দিচ্ছে। আর হিন্দু মসলমানে ভাগাভাগির চেষ্টা করছে। আর মুসলমানের ভোটটাকেও ভাগাভাগির চেষ্টা করছে।








হিন্দু-মুসলিম নিজেরা অশান্তি করবেন না, আমরা একসঙ্গে থাকিঃ কুলপিতে মমতা



LIVE UPDATE: দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপিতে মমতার জনসভা

সংখ্যালঘু এলাকায় কেউ অত্যাচার করতে এলে সবাই মিলে আজানের ধ্বনি দেবেন। দেখবেন সব চুপ করে গেছে। কোনও হিন্দু-মুসলমান অশান্তি করবে না, আমরা একসঙ্গে থাকি। এক সঙ্গে দুর্গাপুজো করি, একসঙ্গে কালিপুজো করি। একসঙ্গে ইফতার করি।

তৃণমূল কংগ্রেসের সরকার ১০ বছরে যা করেছে কোনও সরকার তা করেনি আর করতেও পারবে না।

নন্দীগ্রামে আমার ভোট খুব ভালো হয়েছে।

এরমতো নচ্ছার, দানব পার্টি আর নেই। বাংলা ওদের খালি করলেই দেশ ওদের খালি করে দেবে।