ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলে, বিজেপিতে যোগ দিলেন ভূষণ সিং



ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলে। আজ দিনহাটা সংহতি ময়দানে জনসভা করেন শুভেন্দু। সেই জনসভাতেই শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দান করলেন ভূষণ সিং।




গতকাল রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটার সংহতি ময়দানে জনসভা করেন। আজ সেই মাঠেই শুভেন্দু সভা করেন। রাজনৈতিক মহল মনে করছে, মমতার সভা পাল্টা সভা শুভেন্দুর। শুধু দিনহাটাতেই নয় মাথাভাঙাতেও আজ সভা করেন শুভেন্দু। আজ দিনহাটায় সেই জনসভাতে বিজেপি নেতা তথা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে প্রার্থী হওয়া নেতা শুভেন্দুর হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে নাম লেখালেন কোচবিহারের ভূষণ সিং।


রাজনৈতিক মহল মনে করছে ভূষণ সিং-এর বিজেপিতে যোগদান তৃণমূলকে বেশ কিছুটা চাপেই ফেলবে নির্বাচনী সমীকরণে। কোচবিহার জেলা সাংসদ তথা দিনহাটা বিধানসভার বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিক, অজয় রায় সহ একাধিক নেতার উপস্থিতিতে আজ শুভেন্দু অধিকারীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিলেন ভূষণ সিং। এর আগে দিনহাটার খারুভাজে মিঠুন চক্রবর্তীর জনসভায় অজয় রায় তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। আজ ভূষণ সিং।