Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ আরও ১০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট, বদল হল এক আসনের প্রার্থী


আজ আরও ১০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট, বদল হল এক আসনের প্রার্থী 



আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন বাংলায়। তার আগে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করছে দলগুলি। আজ আরও এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। মোট ন’টি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার বামফ্রন্টের তরফে সভাপতি বিমান বসুর এক বিবৃতিতে মোট ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ৯জন সিপিএমের এবং ১জন আরএসপি-র প্রার্থী। ধূপগুড়ি, ময়নাগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, সামশেরগঞ্জ, শান্তিপুর, হরিণঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, উলুবেড়িয়া উত্তর, মন্তেশ্বর আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয় এদিন।




পাশাপাশি, শান্তিপুর আসনে প্রথমে কংগ্রেসকে ছাড়লেও এখন বামেরাই সেই আসনে লড়বে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে বনগাঁ দক্ষিণের প্রার্থীকে বদল করে তাপস কুমার বিশ্বাসকে প্রার্থী করা হল। অসুস্থতার কারণে তিনি প্রার্থীপদ থেকে অব্যহতি চেয়েছেন বলেই জানানো হয়েছে বিবৃতিতে।



দেখে নেওয়া যাক প্রার্থী তালিকা-

ধূপগুড়ি:

  • ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস (সিপিএম)

ময়নাগুড়ি:

  • নরেশ চন্দ্র রায় (আরএসপি)

দার্জিলিং:

  • গৌতমরাজ রাই (সিপিএম)

কার্শিয়াং:

  • উত্তম শর্মা (সিপিএম)

সামশেরগঞ্জ:

  • মোদাস্সর হোসেন (সিপিএম)

শান্তিপুর:

  • এই আসনে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রার্থীর নাম পরে জানানো হবে।

হরিণঘাটা:

  • অলকেশ দাস (সিপিএম)

বনগাঁ উত্তর:

  • পীযূষ কান্তি সাহা (সিপিএম)

বনগাঁ দক্ষিণ:

  • তাপস কুমার বিশ্বাস (সিপিএম)।

পূর্ব ঘোষিত অসুস্থতার কারণে অব্যাহতি চান। তাঁর বদলেই নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হল।

উলুবেড়িয়া উত্তর:

  • অশোক দলুই (সিপিএম)

মন্তেশ্বর:

  • অনুপম ঘোষ (সিপিএম)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code