এক আসনের প্রার্থী বদল তৃণমূলের



পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রেস কনফারেন্স করে ২৯৪ আসনের মধ্যে ২৯১ আসনের প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের তিন আসনে লড়বে না তৃণমূল। ঐ তিন আসন বন্ধুদের জন্য ছাড়া হচ্ছে বলে জানিয়েছিলেন মমতা।



এরপর, কিছুদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে চারটি আসনে প্রার্থী বদল করেছিল তৃণমূল। এক প্রেস বিবৃতিতে নদিয়ার কল্যাণী , উত্তর ২৪ পরগনার অশোকনগর ও আমডাঙা, বীরভূমের দুবরাজপুর আসনের প্রার্থী বদল করেছিল তৃণমূল কংগ্রেস। এবার আরও এক আসনে প্রার্থী বদল করলো তৃণমূল।



দার্জিলিংয়ের মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা আসনের প্রার্থী বদল তৃণমূলের। এই কেন্দ্রে জোড়াফুলের প্রতীকে প্রার্থী হচ্ছেন রাজেন সুনদাস। প্রথমে ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়কে প্রার্থী ঘোষণা করা হয়েছিল এবার তাঁর পরিবর্তে প্রার্থী করা হল রাজেন সুনদাসকে।