Latest News

6/recent/ticker-posts

Ad Code

এক আসনের প্রার্থী বদল তৃণমূলের




এক আসনের প্রার্থী বদল তৃণমূলের



পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রেস কনফারেন্স করে ২৯৪ আসনের মধ্যে ২৯১ আসনের প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের তিন আসনে লড়বে না তৃণমূল। ঐ তিন আসন বন্ধুদের জন্য ছাড়া হচ্ছে বলে জানিয়েছিলেন মমতা।



এরপর, কিছুদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে চারটি আসনে প্রার্থী বদল করেছিল তৃণমূল। এক প্রেস বিবৃতিতে নদিয়ার কল্যাণী , উত্তর ২৪ পরগনার অশোকনগর ও আমডাঙা, বীরভূমের দুবরাজপুর আসনের প্রার্থী বদল করেছিল তৃণমূল কংগ্রেস। এবার আরও এক আসনে প্রার্থী বদল করলো তৃণমূল।



দার্জিলিংয়ের মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা আসনের প্রার্থী বদল তৃণমূলের। এই কেন্দ্রে জোড়াফুলের প্রতীকে প্রার্থী হচ্ছেন রাজেন সুনদাস। প্রথমে ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়কে প্রার্থী ঘোষণা করা হয়েছিল এবার তাঁর পরিবর্তে প্রার্থী করা হল রাজেন সুনদাসকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code