WB Election 2021 Live Updates

WB Election 2021 Live Updates: পরিসংখ্যান তুলে ধরে অমিত শাহের ২০০ আসন পাওয়া নিয়ে কটাক্ষ ডেরেক ও’ব্রায়েনের 




পরিসংখ্যান তুলে ধরে অমিত শাহকে আক্রমণ ডেরেকের। দাবি করলেন, কীভাবে ভোট ফলাফল নিয়ে শাহের ভবিষ্যদ্বাণী প্রতিবারই বিজেপির জন্য বুমেরাং হয়ে গিয়েছে। পরিসংখ্যানে তিনি জানান, ২০১৫ বিহার ও দিল্লি বিধানসভা নির্বাচনে সরকার গঠনের দাবি করেছিলেন অমিত শাহ। কিন্তু ভোটের ফল হয়েছিল উল্টোটাই। একই ছবি দেখা গিয়েছিল ২০১৮ সালে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় বিধানসভা নির্বাচনেও। তারপর ২০১৯-এ ঝাড়খণ্ড, মহারাষ্ট্রেও একই অবস্থা। ২০২০-তে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে শাহের দাবি 'সত্যি সত্যি'-ই মিলে গিয়েছিল! ডেরেকের কথায় শাহ যা দাবি করে তার উল্টো হচ্ছে। বাংলার বিধানসভা নির্বাচন ঘিরে আজ দিল্লীতে বসে অমিত শাহের দাবি ছিল ২০০ আসন পাচ্ছেন তাঁরা। এরপরেই এই পোস্ট করে বিগত দিনে অমিত শাহের দাবির পতন দেখালেন ডেরেক। 

বাংলায় অমিত শাহের ২০০ আসন দখলের ঘোষণাকেও কটাক্ষ ডেরেকের। 

মোদি-অমিত শাহকে কটাক্ষ করে ট্যুইট তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনের।


বাংলায় অমিত শাহের ২০০ আসন দখলের ঘোষণাকেও কটাক্ষ করে বলেছেন, ‘গুজরাত জিমখানাতে গিয়ে আসনসংখ্যা নিয়ে স্টান্টবাজি দেখান। ভুলে যাবেন না এটা বাংলা।’

মোদি-অমিত শাহকে কটাক্ষ করে ট্যুইট তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনে লিখলেন  ‘মনস্তাত্ত্বিক খেলা আর কাজে দেবে না।’






প্রথম দফার তিরিশটি আসনে রসগোল্লা পাবে, চণ্ডীপুরের সভা থেকে বললেন মমতা


মাস্ক পরে বুথে যাবেন, বাহিনী কিছু বললে কেউ চলে যাবেন না।

বহিরাগতরা বাইরে থেকে গুন্ডা, বন্দুক নিয়ে এসেছে। ভোটে জেতার ক্ষমতা নেই বাপ-ব্যাটা, জ্যাঠাদের। বুথ দখল করছে। মহিলা-দৃষ্টিহীনকে ভোট দিতে দেওয়া হয়নি। 

চণ্ডীপুরের মানুষের কাছে দেনার শেষ নেই, অনেক উন্নয়ন হয়েছে, ১২ লক্ষ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে প্রকল্প করছি।

বহিরাগতদের সমর্থন করবেন না, আপনার ঘর দখল করে নেবে, চণ্ডীপুরের সভায় বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মনে করবেন প্রার্থী মমতাদি। তা না হলে কন্যাশ্রী, রূপশ্রী বন্ধ হয়ে যাবে, চণ্ডীপুরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রার্থী মমতাদি, সরকার আমাকে গড়তে হবে, চণ্ডীপুরে মমতা






ইএম বাইপাস-আনোয়ার শাহ কানেক্টরের গাঙ্গুলিপুকুর ও শহিদনগর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার বিকৃত করা ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা

অভিযোগ, রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার বিকৃত ও ছিঁড়ে দেওয়া হয় পোস্টার-ফ্লেক্স। বিজেপি- সিপিআইএম-র ষড়যন্ত্রের অভিযোগ। 

'প্রথম দফায় ৩০টির মধ্যে ২৬টিতে জিতব': অমিত শাহ 

দিল্লিতে সাংবাদিক বৈঠক বৈঠক করে আজ আমিত শাহের দাবি বাংলার প্রথম দফার ৩০টি আসনের মধ্যে ২৬টিতেই জিতবে বিজেপি। 

তিনি বলেন, ‘বাংলায় তোষণ ও অনুপ্রবেশের রাজনীতি চরমে। রাজ্যে চলছে দুর্নীতির রাজনীতি। শাসক দল পাল্টেছে, বাংলার ভাগ্য একই রয়েছে।বাংলার উন্নতি সম্ভব, এই স্বপ্ন বিজেপি দেখিয়েছে।’
 

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান অমিত শাহ  বলেছেন, ‘বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে সফল নির্বাচন কমিশন। এজন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেব। বোমা-গুলি মৃত্যু ছাড়া হয়েছে প্রথম দফার নির্বাচন।প্রথম পর্বের ভোট, ২০০ পার করার লক্ষ্য পূরণ করবে। বুথে কোনও গোলমাল হয়নি, এতেই তৃণমূলের সমস্যা হয়েছে।’


মা-মাটি-মানুষের সব দাবি অসার বলে দাবি করে অমিত শাহ নন্দীগ্রামে পরিবর্তন করার আহ্বান জানান। রাজ্যে পরিবর্তন এবার অবশ্যম্ভাবী। অমিত শাহ বলেছেন, নির্বাচন কমিশনের উপর কোনও চাপ তৈরি করেনি বিজেপি। ২ বিজেপি নেতার ফোন কে ট্যাপ করল? যা কথা ফোনে হয়েছে, তা লিখিত আকারে কমিশনকে দেওয়া হয়েছে। কেমন গণতন্ত্র চলছে রাজ্যে?’



মিঠুন চক্রবর্তীর রোড শোয়ের আগে কেশপুরে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ভাঙচুর। উদ্ধার হয়েছে একটি পেট্রোল বোমা। সংঘর্ষে আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। কেশপুরের কুলবহড়া গ্রামে।



বিজেপি প্রার্থীদের নিয়ে বাঁকুড়া ও পশ্চিমে মেদিনীপুরে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। প্রথমে বাঁকুড়ার ইন্দাসে করলেন রোড শো। এরপর পশ্চিম মেদিনীপুরের কেশপুর, ডেবরা ও চন্দ্রকোণায় রোড শো করবেন তিনি।