প্রেমিকা তৃণমূলের প্রার্থী, মা-ও তৃণমূলে, বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত




বুধবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে পদ্মশিবিরে যোগ দিলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। এদিন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সদ্য বিজেপিতে যোগদানকারী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতাদের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে নিয়েই বিজেপিতে যোগ দিলেন বনি। দিলীপ ঘোষের হাত থেকে পতাকা তুলে নিলেন তিনি।




এদিকে, কিছুদিন আগেই বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্ত ব্রাত্য বসু ও কুণাল ঘোষের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তৃণমূলে যোগ দিয়ে পিয়া সেনগুপ্ত জানান, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ও কর্মী হিসাবে তৃণমূলে যোগ দিচ্ছি। ছোট থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত।" তিনি আরও বলেন তাঁর বাবা অভিনেতা সুখেন দাস দিদিকে ভীষণ স্নেহ করতেন, সম্মান করতেন। তৃতীয়বারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, ''অঙ্গীকার করছি আমার শেষ রক্তবিন্দু দিয়ে দলের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।''




মা-তো তৃণমূলে এদিকে আবার প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায়ও তৃণমূলে যোগ দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তরের বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে ভোটে লড়বেন তিনি। ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। ভোটের প্রচারে অভিনেত্রী ইতিমধ্যেই কৃষ্ণনগরে থাকা শুরু করেছেন। একদিকে মা অন্যদিকে ছেলে, আবার একদিকে প্রেমিকা অন্যদিকে প্রেমিক। বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে।