নন্দীগ্রামে আহত মমতা, চক্রান্তের অভিযোগ


'নন্দীগ্রামে চার-পাঁচ জন ঘিরে ধরে ধাক্কা দেয়' অসুস্থ মমতা বন্দোপাধ‍্যায়, চক্রান্তের অভিযোগ 





নন্দীগ্রামে আজ মনোয়নপত্র জমা দেন মমতা বন্দোপাধ‍্যায়। রেয়াপাড়ায় একটি মন্দিরে হরিনাম সংকীর্তনে গিয়ে ফেরার পথে কয়েকজন মমতা বন্দোপাধ‍্যায়কে ঘিরে ধরে ধাক্কা মারে বলে অভিযোগ। এই ঘটনার জেরে পায়ে চোট পেয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। অভিযোগ, ৪-৫ জন তাঁকে ধাক্কা মারে। প্রচণ্ড ভিড় ছিল সেই সময়। 




তৃণমূল নেত্রীর অভিযোগ, চক্রান্ত করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে। বলেছেন, এটা অবশ্যই চক্রান্ত। ইচ্ছাকৃতভাবে মারা হয়। তাঁর দাবি চার পাঁচ ঘিরে ধরে তাঁকে। ঘষে ধরে গাড়িতে। সেই সময় এসপি ও পুলিশও ছিল না। মমতার পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে।গাড়িতে উঠে সাংবাদিকদের মমতা বলেন,'পা ফুলে গিয়েছে। বুুকে যন্ত্রনা করছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনেও জানাবেন বলেও জানান তিনি। 





এই ঘটনার জেরে আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে। স্বয়ং রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের সাথে এরুপ ঘটনায় চিন্তিত ওয়াকিবহাল মহল। মুখ‍্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন। ইতিমধ‍্যে, কলকাতার উদ্দ‍্যেশে রওনা দিয়েছেন মমতা বন্দোপাধ‍্যায়। যদিও আজ নন্দীগ্রামেই থাকার কথা ছিল তার। পায়ে চোট পেয়েছেন তিনি। গাড়ির সামনের আসনে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের পায়ে শুশ্রুষা করতে দেখা যায়।